অর্থনীতি

বিজিএমইএ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলো ফোরাম জোট

বিজিএমইএ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলো ফোরাম জোট

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আসন্ন নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ফোরামের মনোনীত প্রার্থীরা। শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে একযোগে উৎসবমুখর পরিবেশে ফোরাম প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে ফোরামের নির্বাচনী প্যানেলের সদস্যরা মনোনয়নপত্র জমা দেন। এসময় প্যানেলের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Advertisement

এসময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর দুইজন সাবেক প্রেসিডেন্ট আনিসুর রহমান সিনহা ও আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), ফোরামের সভাপতি এম এ সালাম, ফোরামের মহাসচিব রশিদ আহমেদ হোসাইনী, ফোরামের প্রধান সমন্বয়ক ফয়সাল সামাদ। আরও উপস্থিত ছিলেন বেনজির আহমেদ, শাহাদাত হোসেন কিরণ, বাবু বিশ্বাস, রহিম ফিরোজ, এবিএম শামসুদ্দিন, ইনামুল হক খান বাবলুসহ জোটের সিনিয়র নেতা ও অন্যান্য ফোরামের সদস্যরা।

দীর্ঘদিন ধরে পোশাক খাতের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা ফোরাম একটি সুসংগঠিত, জবাবদিহিতামূলক এবং আধুনিক বিজিএমইএ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের নির্বাচনে তাদের লক্ষ্য-সদস্যদের স্বার্থ সংরক্ষণ, উদ্ভাবনী ও বাস্তবভিত্তিক নীতিমালা প্রণয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কার্যকর কৌশল গ্রহণ।

এমআইএইচএস/এমএস

Advertisement