প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।
Advertisement
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁও থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি আগারগাঁও থেকে শুরু হয়ে শেওড়াপাড়া প্রদক্ষিণ করে পুনরায় আগারগাঁও এসে শেষ হয়।
মিছিল শেষে ছাত্রনেতা মিনার হোসেন বলেন, জাহিদুলকে হত্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্ব সরাসরি বনানী থানায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের যেন মামলার আসামি করা না হয়, সেজন্য সব দিক দিয়ে প্রেশার ক্রিয়েট করেছেন। এগুলো আপনারা দেখেছেন। পরে রাতে তারা যে প্রেস কনফারেন্স করেছেন, এটিকে আমি নেতৃত্বের অদক্ষতা ও ব্যর্থতা হিসেবে দেখবো।
আরও পড়ুন
Advertisement
তিনি বলেন, তারা সরাসরি অস্বীকার করেছেন এবং বলেছেন, আমরা নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈষম্যবিরোধী নেতাদের জড়িত করেছি। কিন্তু পরবর্তী সময়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আসলো। তখন দেখা গেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সরাসরি জড়িত এবং বেশ কয়েকজন আশপাশে ছিলেন। এরপর তারা আর কোনো পদক্ষেপ নেননি, বিষয়টি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক।
দোষীদের বিচার দাবি করে মিনার বলেন, জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং দায়সারা গোছের কথা বলেছে। একটি হত্যাকাণ্ড নিয়ে মিথ্যাচার করায় ধীরে ধীরে সাধারণ শিক্ষার্থীদের তাদের ওপর যে সামান্যতম আস্থা রয়েছে, সেই আস্থার সংকট দেখা দেবে।
এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম, রাবিদ হাসান, হিমেল তালুকদার তাসরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভির হোসেন শোভন, আহসান হাবীব তাছুম, সহ-সাধারণ সম্পাদক তামাম মাহমুদ অনিক, স্বজন মোহাম্মদ, আশা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ইফতিকার হাসান টিপু, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির মাহমুদ উৎস প্রমুখ।
এফএআর/কেএসআর/এমএস
Advertisement