এক সময় যা ছিল স্বাভাবিক ঘটনা। ঢাকা লিগ, দামাল স্মৃতি, বিজয় দিবস, শহীদ দিবস ও স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের বেশিরভাগ আসরের ফাইনাল হতো মোহামেডান আর আবাহনীর। কিন্তু কালের আবর্তে তা প্রায় হারিয়ে গেছে। আবাহনী অবস্থান ধরে রাখলেও মোহামেডান আর আগের জায়গায় নেই।
Advertisement
গেল ১৪ বছরে লিগ ট্রফি ওঠেনি মতিঝিলের ক্লাব পাড়ার ঐতিহ্যবাহী ক্লাব টেন্টে। তাই লিগ নির্ধারণী ম্যাচে এখন আর মোহামেডানের অস্তিত্ব থাকে না। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এবার ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি নির্ধারণী ম্যাচটি হতে পারে আবাহনী আর মোহামেডানের মধ্যে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ এপ্রিল শেরে বাংলায় হবে ওই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দ্বৈরথ। এখন দেখার বিষয় হলো, প্রথম লিগের শেষ ম্যাচের মতো সুপার লিগেও আবাহনী ও মোহামেডান লড়াই শীর্ষস্থান নির্ধারণী ম্যাচ হয় কিনা। এ মুহূর্তের খবর, মানে সুপার লিগের তৃতীয় রাউন্ড শেষে আবাহনী তাদের শীর্ষস্থান ধরে রেখেছে। আজ বুধবার শেরে বাংলায় গুরুত্বপূর্ণ খেলায় আবাহনী তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ১০ রানে গাজী গ্রুপকে হারিয়েছে। লিগ ও সুপার লিগ মিলে (১১+৩) ১৪ খেলায় ১২ জয়ে আবাহনীর পয়েন্ট দাঁড়ালো ২৪।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডান। আজ ২৩ এপ্রিল বিকেএসপি ৩ নম্বর মাঠে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে মোহামেডান পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। সমান ১৪ খেলায় ১১ জয়ে মোহামেডানের পয়েন্ট ২২। একই সংখ্যক খেলায় গাজী গ্রুপের পয়েন্ট থাকলো ১৮।
Advertisement
অর্থাৎ হিসেব খুব পরিষ্কার। এখন লিগ লড়াই আবাহনী আর মোহামেডানের মধ্যে সীমাবদ্ধ। আর কোনো হিসেব-নিকেশ ও জটিলতা নেই। যেহেতু নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডানের সঙ্গে পয়েন্ট পার্থক্য ২, তাই আবাহনী পরের ২ ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন।
আর মোহামেডান যদি বাকি ২ খেলার একটিতে হেরে বসে, তাহলেও আবাহনী চ্যাম্পিয়ন হয়ে যাবে। তবে যদি আবাহনী আর মোহামেডান দুই দলই তাদের সুপার লিগের চতুর্থ ম্যাচ জিতে যায়, তাহলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পারস্পরিক লড়াইটি লিগ নির্ধারণী লড়াইয়ে পরিণত হবে।
সুপার লিগের শেষ ম্যাচে আবাহনী জিতলে মোহামেডানের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে লিগ ট্রফি ঘরে তুলবে। আর যদি পরের ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে জিতে শেষ খেলায় আবাহনীর সাথেও জয়ী হয় মোহামেডান, তখন সাদাকালো আর আকাশি-হলুদ ২ দলের পয়েন্ট সমান হয়ে গেলেও হেড টু হেডে লিগ শিরোপা জিতবে মোহামেডান। কাজেই ধরে নেওয়া যায়, এবার সুপার লিগের শেষ ম্যাচ পর্যন্ত হয়তো প্রিমিয়ার ক্রিকেট লিগের আকর্ষণ, প্রতিদ্বন্দ্বিতা বজায় থাকবে। তবে তা হবে কি হবে না, সেটা জানতে অপেক্ষায় থাকতে হবে ২৬ এপ্রিল পর্যন্ত।
ওইদিন সুপার লিগে নিজেদের চার নম্বর ম্যাচ মোহামেডান ও আবাহনীর। দুই দল পরের ম্যাচ জিতলেই কেবল আবাহনী আর মোহামেডান সুপার লিগের শেষ ম্যাচ হবে অঘোষিত ফাইনাল। কিন্তু আবাহনী যদি পরের ম্যাচ জিতে যায় আর মোহামেডান যদি গাজী গ্রুপের কাছে হারে, তাহলে সেদিনই শেষ হয়ে যাবে সকল উত্তেজনা। এক ম্যাচ আগেই লিগ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হবে আবাহনীর।
Advertisement
এআরবি/এমএমআর/এমএস