খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
Advertisement
বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ।
এসময় শিক্ষার্থীদের ‘ওয়ান-টু-থ্রি-ফোর, কুয়েট ভিসি নো মোর’, ‘এসো বোন, এসো ভাই, সংগ্রামে ভয় নাই’, ‘কুয়েটের পাশে আছে, চবিয়ান চবিয়ান’ স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থী ইসহাক ভূইয়া বলেন, কুয়েটে বহিরাগত যেসব সন্ত্রাসীরা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আবার শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিসির মদতে মামলাও করা হয়েছে। এসবের প্রতিবাদে ও কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ৫০ ঘণ্টার বেশি অনশন কর্মসূচি পালন করেন। কিন্তু তারপর শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও কুয়েট প্রশাসনের কাছে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
Advertisement
বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আশিকুর রহমান বলেন, জুলাই এখনো শেষ হয়নি। জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। কুয়েট ভিসি সম্পূর্ণ অন্যায়ভাবে ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন। আজকের মধ্যে ভিসি মাসুদ পদত্যাগ না করলে আমরা আবার জুলাইয়ের সেই দেশব্যাপী ব্লকেড কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
আহমেদ জুনাইদ/এমএন/এমএস