মৌলভীবাজারে দেশের আন্তর্জাতিক দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে চলতি মৌসুমের শেষ চা নিলাম সম্পন্ন হয়েছে। এতে তিনটি ব্রোকার্সের মাধ্যমে মোট এক লাখ ২২ হাজার ১৩৭ কেজি চা নিলামের জন্য তোলা হয়েছে।
Advertisement
বুধবার (২৩ এপ্রিল) সকালে জেলার শ্রীমঙ্গল শহরের খান টাওয়ারের তৃতীয় তলায় চা নিলাম বসে। এতে এনটিসি, রেহেনা চা বাগান, হামিদিয়া চা বাগানসহ পঞ্চগড়েরও কয়েকটি বাগানের চা তোলা হয়।
নিলামে প্রতি কেজি চায়ের সর্বোচ্চ দাম ছিল লাক্কাতুড়া চা বাগানের ইয়ং হাইসং টি ১৮৫০ টাকা। নিলামে ওঠা ৮০ শতাংশ চা বিক্রি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা।
টি ব্রোকাস অ্যাসোসিয়েশন অব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মো. শওকত আলী খান বলেন, বুধবার ২০২৪-২৫ নিলাম অর্থবছরের শেষ নিলাম অনুষ্ঠিত হলো। প্রায় আড়াই কোটি টাকার চা বিক্রি হয়েছে। শেষ নিলামে উৎপাদিত অনেক নতুন পাতা ছিল, যার কারণে বায়ারদের আগ্রহ ছিল বেশি।
Advertisement
ওমর ফারুক নাঈম/এমএন/জিকেএস