ক্যাম্পাস

ভিসি পদত্যাগ না করলে মার্চ টু কুয়েটের হুমকি

ভিসি পদত্যাগ না করলে মার্চ টু কুয়েটের হুমকি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ড. মাছুদের পদত্যাগের দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে মার্চ টু কুয়েট কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

Advertisement

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বরে গিয়ে নানান ধরনের স্লোগান দেয়।

মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও সাত কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ।

Advertisement

শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন, এমন দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলি ইবনে মোহাম্মদ বলেন, শিক্ষা উপদেষ্টার এক সাইনই যথেষ্ট ভিসিকে বহিষ্কার করার জন্য। কিন্তু সেটি তিনি না করে শিক্ষার্থীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। আমরা আর একজন শিক্ষার্থীকেও অসুস্থ দেখতে চাই না। এখনো সময় আছে, সসম্মানে পদত্যাগ করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, কুয়েটের শিক্ষার্থীদের অনশনে সংহতি জানিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতীকী অনশন করছেন। এত কিছুর পরও ভিসির টনক নড়ছে না। মার্চ টু কুয়েট কর্মসূচির আলটিমেটাম দিয়ে মাসুদ বলেন, ভিসি যদি পদত্যাগ না করেন তাহলে আমরা সারাদেশের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মার্চ টু কুয়েট ঘোষণা করবো।

এসময় শিক্ষার্থীরা আজ (বুধবার) রাত ৯টা ৩০ মিনিটে শাহবাগ ব্লকেড কর্মসূচি আহ্বান করেন।

এফএআর/এমএইচআর/জিকেএস

Advertisement