জাতীয়

ঈদ সালামির টাকা নিয়ে রুমে ঢুকে গলায় ফাঁস মাদরাসাছাত্রের

ঈদ সালামির টাকা নিয়ে রুমে ঢুকে গলায় ফাঁস মাদরাসাছাত্রের

রাজধানীর চকবাজার থানাধীন ইসলামবাগ এলাকায় আব্দুল্লাহ (১৩) নামের এক মাদরাসা শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে ইসলামবাগ বড় মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিল।

Advertisement

বুধবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল্লাহর বাবা আব্দুর রহমান বলেন, ‘আমার ছেলে দুপুরে বাসায় এসে তার মাকে বলে- ‘আমি ঈদে সালামির টাকা পেয়েছি, ওই টাকাগুলো আমাকে দাও, আমি টাকা গুনবো।’ তার মা ছেলের হাতে সালামির টাকাগুলো দিয়ে তার সামনেই গুনতে বলে। কিন্তু সে রুমে ঢুকে যায়। বেশ কিছু সময় পার হওয়ার পরও দরোজা না খুললে আমরা দরোজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখি সে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আছে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি জানান, ‘আব্দুল্লাহ হেফজ শেষ করে কিতাবখানায় লেখাপড়া করছে। রাতে সে মাদরাসায় থাকে না, বাসাযতেই থাকে। কিন্তু গতকাল (মঙ্গলবার) রাতে সে মাদরাসায় ছিল। কী কারণে সে আত্মহত্যা করলো কিছুই বুঝতে পারছি না।’ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন আব্দুর রহমান।

Advertisement

তিনি জানান, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার উত্তর কুমিরায় তাদের গ্রামের বাড়ি। বর্তমানে চকবাজার থানার পূর্ব ইসলামবাগের বিসমিল্লাহ হোটেলের পাশে একটি চারতলা বাসায় ভাড়া থাকেন। দুই ছেলের মধ্যে আব্দুল্লাহ ছিল ছোট।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর/এমএস

Advertisement