দেশজুড়ে

ঝালকাঠির ইংরেজি বানান নিয়ে বিভ্রান্তি নিরসনের দাবিতে স্মারকলিপি

ঝালকাঠির ইংরেজি বানান নিয়ে বিভ্রান্তি নিরসনের দাবিতে স্মারকলিপি

প্রাচীন বন্দর হিসেবে সুখ্যাত দক্ষিণের জেলা ঝালকাঠির ইংরেজি বানান নিয়ে বিভ্রান্তি নিরসনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন জেলার বাসিন্দারা।

Advertisement

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ঝালকাঠি শহরের কয়েকজন বাসিন্দা এ স্মারকলিপি দেন। জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে বলে তাদের আশ্বস্ত করেন।

জানা যায়, বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজিতে Jhalakathi লেখা থাকলেও কোথাও কোথাও Jhalokathi, Jhalokati, Jhalakati লেখা হয়। জেলার ইংরেজি নাম একটি রেখে অন্যগুলো বাতিলের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, ঝালকাঠির গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরের সার্ভারে জেলার নামটি ইংরেজিতে তিন-চার রকমের বানানে লেখা হচ্ছে। এতে অনেককেই পড়তে হচ্ছে নানা সমস্যায়। তাই জেলার নামের বানান সব সার্ভারে থাকার দাবি জানানো হয়।

Advertisement

এসময় নওপাড়া ডিএসআই ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা একেএম গোলাম মোস্তফা, সিপিবি ঝালকাঠির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, সাচিলাপুর কিস্তাকাঠি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোসলেম আলী সিকদারসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

মো. আতিকুর রহমান/এমএন/এমএস