দেশজুড়ে

৪০ ছুঁই ছুঁই চুয়াডাঙ্গার তাপমাত্রা

৪০ ছুঁই ছুঁই চুয়াডাঙ্গার তাপমাত্রা

চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ২৮ শতাংশ, যা গরমের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে।

Advertisement

এরআগে দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৪৬ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও বেড়ে যায় এবং বাতাসের আর্দ্রতা কমে যায়। ফলে আরও অসহনীয় হয়ে ওঠে রোদের তাপ।

গরম পড়ায় চুয়াডাঙ্গা জেলা শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা দেখা গেছে। প্রচণ্ড রোদের কারণে মানুষজন জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। বিশেষ করে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম দুর্ভোগে।

স্থানীয় কৃষকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। টানা গরমে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন তারা। বৃষ্টির দেখা না মেলায় মাটি ফেটে যাচ্ছে। এতে প্রভাব পড়ছে শাকসবজি চাষে।

Advertisement

চুয়াডাঙ্গার মোমিনপুরের কৃষক জমির জাগো নিউজকে বলেন, ‌‘এই রোদে মাঠে নামা যায় না। বৃষ্টি না হলে অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা খুব দুশ্চিন্তায় আছি।’

চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী সাকিব। বাইরে বের হয়েছিলেন পারিবারিক কাজে। তিনি জাগো নিউজকে বলেন, ‘রাস্তায় বের হলেই মনে হয় শরীর পুড়ে যাচ্ছে।’

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোদে না বের হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, এখন দিনে দিনে তাপমাত্রা আরও বাড়বে।

Advertisement

হুসাইন মালিক/এসআর/জিকেএস