আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার ফেডারেশন কাপের ফাইনালের ভাগ্যে কী আছে, তা নির্ধারণ করতে আজ (বুধবার) বিকেলে জরুরি সভায় বসছে বাফুফের প্রফেশনাল ফুটবল লিগ কমিটি।
Advertisement
বিকেল পাঁচটায় কমিটির সদস্যরা বাফুফে ভবনে সশরীরে উপস্থিত হয়ে স্থগিত ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিষয়টি জটিল বলে সভাটি অনলাইনে না করে সশরীরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ১৫ মিনিট বাকি থাকতে ফাইনাল ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়। ওই সময় খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
নির্ধারিত ৯০ মিনিটে দুই দল একটি করে গোল করায় ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে।
Advertisement
এর আগে বিরতির পর মাত্র দুই মিনিট খেলা হতেই প্রচন্ড ঝড়-বৃষ্টিতে ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকে। তারপর খেলা শুরু হলে বাকি সময়ে কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।
১৫ মিনিটের খেলা শেষ হওয়ার পর আলোক স্বল্পতার কারণ নিয়ে আলোচনা করেন রেফারি, সহকারী রেফারি এবং ম্যাচ কমিশনার । তারা দুই দলের কর্মকর্তারদের নিয়ে আলাপ করে ম্যাচটি স্থগিত ঘোষণা করেন।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ দিকে ফাহিম লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় কিংসের। আবাহনীর এটা অ্যাডভান্টেজ ছিল। তাই পরের ১৫ মিনিট ম্যাচ চালিয়ে যাওয়ার জন্য তাদের দাবি ছিল। তবে কিংস রেফারির সিদ্ধান্ত মেনে নেয়। পরবর্তীতে আবাহনীও সেই সিদ্ধান্ত মেনে মাঠ ছাড়ে। বাকি ১৫ মিনিটের খেলা কবে কখন কোথায় হবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্যই এই জরুরি সভা।
এখানে মূলত বাইলজের আলোকেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। এই ফাইনালের ভাগ্য শেষ পর্যন্ত কি যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা, নাকি বাকি সময়ে খেলা হবে সেটাই দেখার অপেক্ষা।
Advertisement
ম্যাচ হলেও সেটা কবে হবে সে সিদ্ধান্ত নিতে হবে কমিটিকে। শনিবার লিগে আবাহনীর গুরুত্বপূর্ণ ম্যাচ আছে মোহামেডানের বিপক্ষে। স্বাভাবিকভাবে ওই ম্যাচের আগে তারা ফেডারেশন কাপের স্থগিত ফাইনাল খেলতে নামবে না।
আরআই/এমএইচ/এমএস