ময়মনসিংহে সরকারি নিয়ম ভঙ্গ করে সার্ভেয়ারকে নিজ এলাকায় বদলির ঘটনায় সংবাদ প্রকাশের পর ওই সার্ভেয়ারকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে জেলা প্রশাসক মুফিদুল আলম সই করা অফিস আদেশে তাকে বদলি করা হয়।
Advertisement
আদেশটিতে উল্লেখ করা হয়েছে, ‘প্রশাসনিক কাজের সুবিধার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নলিখিত কর্মকর্তা/কর্মচারীদেরকে তাদের নামের পাশে অফিসে বদলি/পদায়ন এবং নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। গত ৯ এপ্রিল জারিকৃত অফিস আদেশের ২ নম্বর ক্রমিকের মো. আরশেদুল ইসলাম, ৫ নম্বর ক্রমিকের মো. আজহারুল ইসলাম, ৮ নম্বর ক্রমিকের মো. আনোয়ার হোসেন ও ১১ নম্বর ক্রমিকের মো. হাদিউল ইসলামের বদলির অংশটুকু বাতিল করা হলো। বদলিকৃত কর্মকর্তা/কর্মচারীরা ২৩ এপ্রিলের মধ্যে বদলিকৃত এবং অতিরিক্ত দায়িত্ব পালনের কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৩ এপ্রিলের অপরাহ্ণ থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।’
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন জাগো নিউজকে বলেন, সার্ভেয়ার মো. আজহারুল ইসলাম বদলির আগে তার তথ্য গোপন করেছিলেন। তখন বিষয়টি আমাদের নজরে না আসায় নিজ এলাকায় বদলি করা হয়েছিল। রাতে জাগো নিউজে এ নিয়ে প্রকাশিত সংবাদটি আমাদের নজরে আসায় তাকে সদর উপজেলা ভূমি অফিস থেকে মুক্তাগাছা উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে। মুক্তাগাছার সার্ভেয়ার মো. আরশেদুল ইসলামকে সদর উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে।
অফিস আদেশটিতে সার্ভেয়ার মো. আজহারুল ইসলামের বর্তমান কর্মস্থল ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিস না দেখিয়ে গফরগাঁও উপজেলা ভূমি অফিস দেখানোর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আজহারুল ইসলাম সদরে যোগদানের আগে গফরগাঁওয়ে ছিলেন। তাই কর্মস্থল গফরগাঁও উল্লেখ করা হয়েছে। তবে গত ৯ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত সদর ভূমি অফিসে কাজ করেছেন আজহারুল ইসলাম। এটি সরকারি নথিপত্রে উল্লেখ থাকবে।
Advertisement
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) ‘সরকারি নিয়ম ভঙ্গ করে সার্ভেয়ারকে নিজ এলাকায় বদলি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে জাগো নিউজ। ওই রিপোর্টে উল্লেখ করা হয়- সরকারি পরিপত্রে বলা হয়েছে, ‘কোনো সার্ভেয়ারকে তার নিজ উপজেলা এবং স্পাউসের (জীবনসঙ্গী) উপজেলায় বদলি বা পদায়ন করা যাবে না।’ অথচ ময়মনসিংহে সার্ভেয়ার বদলির ক্ষেত্রে মানা হয়নি এই নিয়ম। তাকে নিজ এলাকায় বদলি করা হয়েছে।
সার্ভেয়ার আজহারুল ইসলাম ময়মনসিংহ নগরীর আকুয়া ওয়ার্লেস এলাকার বাসিন্দা। গত ৯ এপ্রিল জেলা প্রশাসক মুফিদুল আলম সই করা অফিস আদেশে একজন কানুনগো ও ১১ জন সার্ভেয়ারকে জেলার বিভিন্ন কার্যালয়ে বদলি করা হয়। এরমধ্যে সার্ভেয়ার আজহারুল ইসলামকে ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়। পরদিনই তিনি ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসে যোগদান করে কাজ শুরু করেন। এর আগে আজহারুল ইসলাম জেলার গফরগাঁও উপজেলা ভূমি অফিসে কর্মরত ছিলেন।
কামরুজ্জামান মিন্টু/এফএ/জেআইএম
Advertisement