বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে বিভিন্ন মামলায় দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
Advertisement
এদিকে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় নতুন করে ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এসব আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দেন। এদিন ভাটারা থানার মনির হত্যা মামলায় আতিকুল ইসলাম, বাড্ডা থানার আরেক হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলক ও কোতোয়ালি থানার মামলায় দিলীপ কুমার আগারওয়ালার দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে আসামিদের আদালতে উপস্থিত করে পুলিশ। এরপর সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিতে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেকের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
Advertisement
এদিকে যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম, কোতোয়ালি, ভাটারা থানার বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক মেয়র আতিকুল ইসলাম, ব্যারিস্টার তুরিন আফরোজ, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত, সাবেক ওসি আবুল হাসান ও সাবেক এএসপি তানজিল আহম্মেদকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
এমআইএন/জেএইচ/জেআইএম