বিনোদন

নির্যাতিত এক গৃহবধূর নির্মম গল্পে ‘ভাঙ্গা সংসার’

নির্যাতিত এক গৃহবধূর নির্মম গল্পে ‘ভাঙ্গা সংসার’

জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান নিজেকে পর্দায় বৈচিত্রময় চরিত্রে মেলে ধরতে জানেন। ভিন্ন ধাঁচের গল্পে তার অভিনয়ে মুগ্ধ হন দর্শক। আর খুব অল্প সময়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন রাশেদ সীমান্ত। একে অন্যের সঙ্গে কাজ করেও আলোচিত হয়েছেন তারা।

Advertisement

এবার আসতে চলেছে তাদের আরও একটি নতুন নাটক। এ নাটকের নাম ‘ভাঙ্গা সংসার’। এজি পাম্প নিবেদিত ‍জান্নাতার ফেরদৌস মিলার রচনায় নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। নাটকটি আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) বিকেলে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

জিয়াউদ্দিন আলম জানান, এই নাটকে দেখা যাবে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। সমাজের বাস্তব নির্মম চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

‘ভাঙ্গা সংসার’ নিয়ে এই নির্মাতা আরও বলেন, ‘নাটকটিতে অহনা অসাধারণ অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকদের কাঁদাবে বলে আমি বিশ্বাস করি। মূলত গ্রামের পারিবারিক জীবনের নানা কষ্টের কথা এখানে তুলে ধরা হয়েছে। এই নাটকের উদ্দেশ্য সচেতনতা তৈরি করা। যদিও এখন মানুষ আগের চেয়ে সচেতন। আশা করি, এটি একটি শিক্ষণীয় নাটক হবে।’

Advertisement

অহনা বলেন, ‘এই নাটকটি ভিন্ন এক বার্তা দেবে। নাটকটি দর্শকদের দেখার আহ্বান জানাই। অনেক কষ্ট করে কাজটি করেছি, সবার কাজটি ভালো লাগবে বলে বিশ্বাস করি।’

‘ভাঙ্গা সংসার’ নাটকে আরও অভিনয় করেছেন নবাগত পারিসা জান্নাত, টুটিয়া ইয়াসমিন, মেহজাবিন নূর, নাসির উদ্দিন ভূঁইয়া, তুহিন খান, সেজতি খন্দকার প্রমুখ।

এলআইএ/এমএস

Advertisement