শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ৫০ নাকি ৭৫ শতাংশ বাড়ছে?

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ৫০ নাকি ৭৫ শতাংশ বাড়ছে?

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগির এ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

Advertisement

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এদিকে, উৎসব ভাতা বাড়ানোর খবরে শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তবে উৎসব ভাতা বাড়িয়ে ঠিক কত শতাংশ করা হচ্ছে, তা নিয়ে জানতে উদগ্রীব তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষকদের বিভিন্ন ফেসবুক গ্রুপে এ নিয়ে জোর আলোচনা চলছে। সেখানে কেউ বলছেন, উৎসব ভাতা বাড়িয়ে ৭৫ শতাংশ করা হচ্ছে। আবার কেউ বলছেন ৫০ শতাংশ করা হচ্ছে। তবে প্রত্যেকেরই দাবি শতভাগ বোনাস (উৎসব ভাতা) দেওয়া হোক।

Advertisement

আরও পড়ুন

এবার ঢাকা কলেজেরও সব ক্লাস স্থগিত পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার

বিষয়টি নিয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউ এ নিয়ে সরাসরি গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, শিক্ষকরা বর্তমানে বেতনের ২৫ শতাংশ উৎসব ভাতা পেয়ে থাকেন। এটি ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

শিক্ষকদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা হবে- এমন গুঞ্জন ছড়িয়েছে। বিষয়টি সত্য কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ৭৫ শতাংশ করা হচ্ছে না। এটা সম্ভব নয়। আমরা ৫০ শতাংশের প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি, আসন্ন ঈদুল আজহার আগে শিক্ষকরা ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন।

Advertisement

এএএইচ/কেএসআর/এমএস