চলতি বছর হজে তিনটি বিমান সংস্থার পরিবহন করা হজযাত্রীর অতিরিক্ত এক শতাংশ জমজমের পানি সরবরাহের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এজন্য মঙ্গলবার (২২ এপ্রিল) সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
Advertisement
এতে বলা হয়, ২০২৫ সালের হজে এয়ারলাইন্সগুলোতে পরিবহন করা মোট হজযাত্রীর সংখ্যার সঙ্গে অতিরিক্ত ১ শতাংশ হজযাত্রী যোগ করে জমজমের পানি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিগত হজ মৌসুমের মতো হজযাত্রীদের জমজমের পাঁচ লিটার পানির বোতল হজপূর্ব ফিরতি ফ্লাইটে পরিবহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এই চিঠি সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর (হজ), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এবং ফ্লাইনাস হজ অ্যান্ড ওমরাহ’র চিফ কমার্শিয়াল অফিসারের কাছে পাঠানো হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।
Advertisement
আরএমএম/এমআইএইচএস/এমএস