দেশজুড়ে

কয়েক ঘণ্টায় পানিতে টইটম্বুর শুকনো নদী

কয়েক ঘণ্টায় পানিতে টইটম্বুর শুকনো নদী

সুনামগঞ্জে হঠাৎ পাহাড়ি ঢল নামায় বেড়েছে সোমেশ্বরী নদীর পানি। তবে পাহাড়ি ঢলে বন্যা কিংবা বোরো ধানের ফসলের ক্ষতির কোনো আশঙ্কা নেই।

Advertisement

সোমবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় ভারতের মেঘালয়ে বৃষ্টি অব্যাহত থাকায় উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া এলাকায় অবস্থিত সোমেশ্বরী নদী দিয়ে পাহাড়ি ঢলের পানি নামতে শুরু করে। এতে যে নদী কয়েকদিন আগেও খরায় ফেটে চৌচির হচ্ছিল, সেই নদী কয়েক ঘণ্টার পাহাড়ি ঢলে পানিতে টইটম্বুর হয়ে ওঠে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ভারতের মেঘালয়ে বৃষ্টির কারণে সোমেশ্বরী নদী দিয়ে পাহাড়ি ঢল নামছে। তবে বন্যার কোনো শঙ্কা নেই। কারণ এখনও সুনামগঞ্জের নদী ও হাওর শুকনো রয়েছে। পাশাপাশি ফসলের ক্ষতিরও কোনো সম্ভাবনা নেই।

লিপসন আহমেদ/এফএ/জেআইএম

Advertisement