দেশজুড়ে

জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

জমিতে সেচ দেওয়া নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহের শৈলকূপায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ৫টি বাড়িঘর।

Advertisement

সোমবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আনিপুর গ্রামের আবু তালেব ও দবির উদ্দিনের সামাজিক গ্রুপের সমর্থকরা আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধে লিপ্ত। সোমবার সকালে জমিতে সেচের পানি দেওয়া নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, আনিপুর গ্রামের দবির উদ্দিনের সমর্থক রাফিজ মিয়ার সঙ্গে আবু তালেবের সমর্থক আমিরুল ইসলামের কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের লাল্টু, দবির, রাফিজ, ও মানিকের বাড়িঘরে ভাঙচুর চালায় প্রতিপক্ষ। এসময় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতরা শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

Advertisement

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান বলেন, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাহান নবীন/জেডএইচ