আন্তর্জাতিক

পুরোনো বন্দিদের ব্যবহার করে ভুয়া ‘এনকাউন্টার’ সাজানোর ছক কষছে ভারত

পুরোনো বন্দিদের ব্যবহার করে ভুয়া ‘এনকাউন্টার’ সাজানোর ছক কষছে ভারত

ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে বিভিন্ন সময়ে আটক পাকিস্তানি নাগরিকদের ব্যবহার করে ভুয়া ‘এনকাউন্টার’ বা বন্দুকযুদ্ধের ঘটনা সাজানোর আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র। তাদের দাবি, বেআইনিভাবে আটক অন্তত ৫৬ জন পাকিস্তানিকে এই উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর।

Advertisement

শনিবার (৩ মে) সূত্রের বরাতে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। সংবাদমাধ্যমটির দাবি, আটক এসব পাকিস্তানি নাগরিক ভারতের বিভিন্ন কারাগারে বন্দি। তাদের হত্যা করে ভারতশাসিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী অনুপ্রবেশের ঘটনা হিসেবে উপস্থাপন করার ছক কষা হচ্ছে।

আরও পড়ুন>>

হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদী ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে চীনের ভূমিকা কী হবে? শাহবাজ-জয়শঙ্করকে ফোনে কী বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সূত্রের দাবি, পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার ও সীমান্তে আগ্রাসনকে যৌক্তিক প্রমাণ করতেই এ ধরনের কর্মকাণ্ড ঘটানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Advertisement

নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, এই মিথ্যা অভিযানকে ‘বৈধ’ প্রমাণ করতে ভারতীয় গণমাধ্যমে প্রস্তুতকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হতে পারে, যেখানে নিহতদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র দেখানো হবে।

এছাড়া, নিহতদের আগে জোর করে পাকিস্তানবিরোধী বক্তব্য কিংবা মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হতে পারে বলেও জানানো হয়েছে।

ভারতের হাতে আটক পাকিস্তানিদের বন্দি রাখার বিষয়টি আগেই তুলে ধরেছিল পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। নতুন এই তথ্য সেই পূর্ব দাবিরই প্রমাণ দেয় বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

কেএএ/

Advertisement