বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে র্যাবের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা লাঠিচার্জ ও পাঁচ রাউন্ড গুলি ছোড়েন।
Advertisement
এতে সিয়াম মোল্লা ও রাকিব মোল্লা নামে দুজন গুলিবিদ্ধ হন। এরমধ্যে মারা যান সিয়াম। র্যাব বলছে, তারা দুজনই এলাকার চিহ্নিত মাদক কারবারি।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার বাঁশবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম (২২) উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা রিপন মোল্লার ছেলে এবং আহত রাকিব একই এলাকার খালেক মোল্লার ছেলে।
Advertisement
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশবাড়ি এলাকায় সন্ধ্যার পর র্যাবের একটি দল সাদা পোশাকে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় র্যাব সদস্যদের ওপর হামলা চালান মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে র্যাব লাঠিচার্জ ও পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।
ওই গ্রামের মোটরসাইকেল চালক হাসান মৃধা জানান, সিয়াম নামের ওই যুবককে একটি ইজিবাইক থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোটরসাইকেলে তুলে দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। পরে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া রহমান জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই সিয়াম নামের ওই যুবকের মৃত্যু হয়। তার বুকে গুলির চিহ্ন রয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
Advertisement
অপরদিকে র্যাব-৮ এর পক্ষ থেকে এখনপর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, ওই এলাকায় র্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো ঘটনা খতিয়ে দেখছেন। নির্ভরযোগ্য একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে, মাদক কারবারিদের গুলিতে দুজন র্যাব সদস্য আহত হয়েছেন।
শাওন খান/জেডএইচ/