টেসলার সিইও ইলন মাস্কের মা ও কানাডিয়ান সুপার মডেল মেই মাস্ক মুম্বাইয়ে সব্যসাচীর গাউনে সজ্জিত হয়ে তার ৭৭তম জন্মদিন উদযাপন করলেন। গত ১৯ এপ্রিল তিনি চিরন্তন রুচি ও স্বকীয়তা নিয়ে সব্যসাচীর ডিজাইন করা একটি ব্লাশ পিঙ্ক পোশাক বেছে নিয়েছিলেন, যা ভারতীয় কারুশিল্প ও এলিগ্যানন্সের এক নিখুঁত মিশ্রণ।
Advertisement
সব্যসাচীর গাউনে সুপার মডেল মেই মাস্ক। ছবি: ইন্সটাগ্রাম
এই অন্তরঙ্গ উদযাপনে মেইর লুক ছিল রাজকীয়। তার ফুল-স্লিভ, ফ্লোর-লেংথ গাউনটি সূক্ষ্ণ সিকোয়েন ও হাতে-তোলা মোটিফ দিয়ে সাজানো ছিল। গাউনের মৃদু চাকচিক্য তার প্রতিটি চলনে আলোর বিচ্ছুরণে এক স্বর্গীয় আভা দিচ্ছিল। কাঁধে ছিল একটি শিফন দুপাট্টা।
কানাডিয়ান সুপারমডেল মেই মাস্ক
Advertisement
গয়নার নির্বাচনেও ছিল সমান যত্নমেই মাস্ক গয়না হিসেবে বেছে নেন সব্যসাচী হাই জুয়েলারির স্টেটমেন্ট কানেরদুল। এ গয়নাগুলোর অ্যান্টিক ফিনিশ ও জটিল ডিজাইন ভারতের রাজকীয় ইতিহাস থেকে অনুপ্রাণিত, তবে তার আধুনিক পোশাকের সঙ্গে তা নিখুঁতভাবে মিশে গিয়েছিল।
অন্যদিকে হাজার মাইল দূরে থাকলেও, তার পুত্র ইলন মাস্ক দিনটিকে স্মরণীয় করতে ভুলেননি। মুম্বাইয়ের তার আবাসে পৌঁছে গিয়েছিল পুত্রের পাঠানো একটি সুন্দর ফুলের তোড়া।
(বামে) মেই মাস্ক ও (ডানে) পুত্র ইলন মাস্ক
এই জন্মদিনের উদযাপন ছিল ব্যক্তিগত ও স্টাইলিশ। সাহসী ফ্যাশন চয়েস ও বয়সকে তোয়াক্কা না করার আলোচনায় মেই মাস্ক দশকের পর দশক ধরে গ্ল্যামারের সংজ্ঞা বদলে দিচ্ছেন। কিন্তু মুম্বাইয়ের এই সব্যসাচী মুহূর্তটি শুধু আরেকটি লুক ছিল না, এটি ছিল ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে একটি সেতু, অনেকটা মেই নিজের মতোই। ৭৭ বছর বয়সেও তিনি এমন একজন নারী যিনি সাহসিকতার সঙ্গে বাঁচেন ও ঝলমলে পোশাক পরেন।
Advertisement
সূত্র: টাইমস্ অফ ইন্ডিয়া
এএমপি/এএসএম