খেলাধুলা

বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটিও খেলতে পারবেন না স্যামসন

বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটিও খেলতে পারবেন না স্যামসন

চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিতে পারেননি নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ওই ম্যাচে ইনজুরির কারণে গ্লাভস হাতে নিতে পারেননি, খেলেন শুরু ব্যাটার হিসেবে।

Advertisement

এরপর গেল ১৬ এপ্রিল নিজেদের সপ্তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমে ফের ইনজুরিতে পড়েন স্যামসন। যে কারণে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি তিনি।

এবার জানা গেল, আগামী বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে ম্যাচটিও খেলতে পারবেন না রাজস্থানের নিয়মিত অধিনায়ক। সাইড ইনজুরিতে পড়ে টানা দ্বিতীয় আইপিএল ম্যাচ মিস করবেন স্যামসন।

এক বিবৃতিতে রাজস্থান বলেছে, ‘স্যামসন বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং দলের নির্ধারিত মেডিকেল স্টাফদের সঙ্গে দলের ঘরের মাঠ জয়পুরেই থাকবেন। তার পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বেঙ্গালুরুতে সামনের ম্যাচের জন্য ভ্রমণ করবেন না। দল পরিচালনা কমিটি তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ম্যাচ-বাই-ম্যাচ ভিত্তিতে তার মাঠে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

Advertisement

স্যামসনের অনুপস্থিতিতে রাজস্থানের অধিনায়কের দায়িত্ব পালন করবেন রিয়ান পরাগ। প্রথম ম্যাচেও রাজস্থানকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

ব্যাটার হিসেবে হায়দরাবাদের বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন স্যামসন। ৩৭ বলে ৬৬ রান করেছিলেন ওই ম্যাচে। এরপরও ধারাবাহিকভাবে ভালো শুরু পেতে থাকেন তিনি। শেষ ম্যাচে দিল্লির বিপক্ষে ১৯ বলে ৩১ রান করে ইনজুরি হয়ে মাঠ ছাড়েন। সুপার ওভারে ব্যাট করতে নামেননি।

লখনৌর বিপক্ষে স্যামসনের অনুপস্থিতিতে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী রাজস্থানের ইনিংস ওপেন করেন। তরুণ এই তারকার দুর্দান্ত অভিষেক সবাইকে মুগ্ধ করে দেয়। সম্ভবত বেঙ্গালুরুর বিপক্ষেও যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন সূর্যবংশী।

এমএইচ/এএসএম

Advertisement