দেশজুড়ে

ছাত্র-জনতার ওপর হামলা মামলায় ৪ আইনজীবী কারাগারে

ছাত্র-জনতার ওপর হামলা মামলায় ৪ আইনজীবী কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লা পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ৬ আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদের মধ্যে দুইজন পলাতক।

Advertisement

সোমবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রহমান এ নির্দেশ প্রদান করেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন, কুমিল্লা বারের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট জাকির হোসেন। অপরদিকে সাবেক এপিপি অ্যাডভোকেট জিয়াউল আহসান সোহাগ ও সাবেক এপিপি অ্যাডভোকেট এ এম এম মঈন পলাতক।

আদালত সূত্র জানায়, ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা গুলিবর্ষণের ঘটনা ঘটে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর সংগঠক ইনজামামুল হক রানা বাদী হয়ে ২৬ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ওই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে সোমবার তারা কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। বিচারক মো. মাহাবুবুর রহমান পুলিশ চার্জশিট পর্যন্ত ১৮ জনের জামিন মঞ্জুর করে বাকি ৬ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর সদস্যসচিব রাশেদুল হাসান বলেন, ছাত্র-জনতার ওপর হামলায় মদদপুষ্ট স্বৈরাচারের লেসপেন্সার ছিল কুমিল্লা বারের এ অ্যাডভোকেট প্যানেল। সেই হামলায় তাদের নামে মামলা হয়েছে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ভাবে তারা জামিনে আসার জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, কোনো আসামিকে ছেড়ে দিলে আমরা ছাত্র-জনতা প্রতিহত করবো।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস