গাজীপুরে শ্রমিক বিক্ষোভের জেরে তুসুকা গ্রুপের ছয় কারখানায় তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
Advertisement
কারখানাগুলো হচ্ছে, তুসুকা জিন্স লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিটেড, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড এবং তুসুকা প্যাকেজিং লিমিটেড।
কারখানার গেটে সাঁটানো নোটিশে উল্লেখ করা হয়, কারখানায় কর্ম পরিবেশ না থাকায় ২১ এপ্রিল সোমবার থেকে ২৩ এপ্রিল বুধবার পর্যন্ত তুসুকা জিন্স লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিটেড, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড এবং তুসুকা প্যাকেজিং লিমিটেডের সব কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার থেকে কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। তাদের সবগুলো দাবি পূরণ না হলে এ বিক্ষোভ ও কর্মবিরতি লাগাতার চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কারখানা কর্তৃপক্ষের দাবি, তাদের দাবি মেনে নেওয়ার পরেও আন্দোলন করছে। শ্রমিকরা বহিরাগতদের ইন্ধনে এ আন্দোলন করছে বলে দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষ।
Advertisement
তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান বলেন, শ্রমিকদের যে দাবি-দাওয়া ছিল সেটি পুরোপুরি মেনে নিয়ে আমরা নোটিশ দিয়ে দিয়েছিলাম। আমরা কোনো শ্রমিক ছাঁটাই করি না। শ্রম আইন অনুযায়ী সবকিছুই হয় এখানে। শ্রমিকদের এ দাবির পেছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে। এ পরিস্থিতি কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ না থাকায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে ছয়টি কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে এসে ফটকে ছুটির নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা কিছুক্ষণ কারখানার সামনে বিক্ষোভ করে চলে যান।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম
Advertisement