জাতীয়

ঈদুল আজহায় নিরাপদ যাত্রী পরিবহনে ৪ মে রেলের প্রস্তুতি সভা

ঈদুল আজহায় নিরাপদ যাত্রী পরিবহনে ৪ মে রেলের প্রস্তুতি সভা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপদে যাত্রী পরিবহনসহ সার্বিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা করবেন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা।

Advertisement

রোববার (২০ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিটি) স্বাক্ষরিত এক নোটিশে এই সভার বিষয়ে জানানো হয়েছে।

আরও পড়ুন ট্রেনের ছাদে ভ্রমণে বিরত থাকার অনুরোধ রেলওয়ের রেললাইনে বাস, কয়েক সেকেন্ডের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

চিঠিতে বলা হয়েছে, আগামী ৪ মে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে রেলভবনস্থ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় আলোচ্যসূচিতে থাকবে স্পেশাল ট্রেন পরিচালনা, অনলাইনে টিকিট বিক্রয় ব্যবস্থাপনা, অতিরিক্ত কোচ সরবরাহ, অতিরিক্ত লোকোমোটিভ সরবরাহ, ট্রেন ও যাত্রী নিরাপত্তা সম্পর্কিত বিষয়সহ অন্যান্য বিষয়।

সভায় বাংলাদেশ রেলওয়ে পুলিশের একজন উপযুক্ত প্রতিনিধি প্রেরণের জন্য বলা হয়েছে। এছাড়া ওই সভায় রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

Advertisement

এনএস/ইএ/জিকেএস