জাতীয়

কাতার সফরে রোহিঙ্গা বিষয়ক সেমিনারে নেতৃত্ব দেবেন ড. ইউনূস

কাতার সফরে রোহিঙ্গা বিষয়ক সেমিনারে নেতৃত্ব দেবেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কাতার সফরে রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গা সংকটের বিষয়টি ওঠার আগে এই সেমিনারকে তার প্রস্তুতিপর্ব হিসেবে দেখা হচ্ছে। চারদিনের সফরে আজ (সোমবার) কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা।

Advertisement

তিনি আরও জানান, সফরকালে প্রধান উপদেষ্টা কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় বিশেষ সাক্ষাৎকার দেবেন। সেখানে ড. ইউনূস রোহিঙ্গা বিষয়ক আড়াই ঘণ্টাব্যাপী এক সেমিনারে নেতৃত্ব দেবেন। এছাড়া এলএনজি আমদানি, ভিসা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে আলোচনা হবে। কাতারের আমিরের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টার।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রেস সচিব।

এমইউ/এএমএ/জেআইএম

Advertisement