জাতীয়

কবে থেকে তাপমাত্রা বাড়বে, জানালো আবহাওয়া অধিদপ্তর

কবে থেকে তাপমাত্রা বাড়বে, জানালো আবহাওয়া অধিদপ্তর

দেশে সর্বশেষ তাপপ্রবাহ ছিল গত ১৫ এপ্রিল। এরপর থেকে দেশজুড়ে বৃষ্টিতে তাপমাত্রা ক্রমশ কমেছে। আগামী ২২ এপ্রিল থেকে সারাদেশে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে। এতে তাপমাত্রা সামান্য বাড়বে। তবে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম। এতে করে খুব বেশি গরমের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Advertisement

সোমবার (২১ এপ্রিল) দুপুরে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জাগো নিউজকে বলেন, মঙ্গলবার থেকে চলতি সাপ্তাহের বাকি দিনগুলোতে তাপমাত্রা সামান্য বাড়বে। এটি সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার একটু বেশি হতে পারে। এতে খুব বেশি গরমের সম্ভাবনা নেই।

তিনি বলেন, এখন যেহুতু কালবৈশাখীর প্রভাব আছে, তাই বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে আগামী সাপ্তাহের শুরু কিংবা মাঝামাঝি থেকে আবার বৃষ্টিপাত বাড়বে। তখন আবার তাপমাত্রা কমতে পারে।

এদিকে সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

Advertisement

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে ২০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এএমএ/জিকেএস