বোর্ডে বেশি রান নেই। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। যা করার বোলারদেরই করতে হবে। তবে সিলেট টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে বাংলাদেশি বোলাররা হতাশা উপহার দিয়েছিলেন। যার সুযোগ নিয়ে বিনা উইকেটে ৬৭ রান তোলে ফেলে জিম্বাবুয়ে।
Advertisement
তবে দ্বিতীয় দিনের সকাল সকাল আগুন ঝরাচ্ছেন নাহিদ রানা-হাসান মাহমুদরা। ১৯ রানের মধ্যে জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নিয়েছেন তারা।
দিনের শুরুতেই তৃতীয় ওভারে নাহিদ রানার বাউন্সে পরাস্ত হয়ে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ তুলে দেন বেন কারেন (১৮)। তার তিন ওভার পর নাহিদের দ্বিতীয় শিকার হাফসেঞ্চুরিয়ান ব্রায়ান বেনেট।
নাহিদের পঞ্চম স্টাম্পে করা শর্ট অব গুড লেহ্নের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষক জাকের আলীর গ্লাভসে ধরা পড়েন বেনেট। ৬৪ বলে ১০ বাউন্ডারিতে তিনি করেন ৫৭।
Advertisement
পরের ওভারেই হাসান মাহমুদের চোখ ধাঁধানো এক ডেলিভারি। অফস্টাম্প উড়ে যায় নিক ওয়েলচের (২)। ৮৮ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৯৬ রান।
এমএমআর