রাজশাহীতে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে। শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামের এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে।
Advertisement
শনিবার (৩ মে) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী।
তিনি বলেন, ‘মনির শট দিয়েছেন দুপুরের দিকে, শট দেওয়ার পর সুস্থ ছিলেন। সবার সঙ্গে গল্প করছিলেন। এক-দুই ঘণ্টা পর হঠাৎ করে তার শরীর খারাপ করে। তারপর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানান, মনির মারা গেছেন।’
রাজশাহী নগরীর হাই-টেক পার্কে সেট বানিয়ে ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে। সেখানেই মনির অসুস্থবোধ করেন বলেন জানিয়েছেন কলাকুশলীরা।
Advertisement
চলচ্চিত্রটির পরিচালক রায়হান রাফী বলেন, ‘সকালের দিকেই তিনি (মনির) স্ট্রোক করছেন, কিন্তু কাউকে বুঝতে দেননি। অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানাননি।
শিল্পী সমিতির পক্ষ থেকে জানা গেছে, পুরান ঢাকার গেন্ডারিয়ার গণ্ডিঘড়ে জোহর নামাজের পর মনির হোসেনের জানাজা সম্পন্ন হয়। এরপর জুরাইন কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
মনির নারায়ণগঞ্জে থাকতেন। বেশ কয়েক বছর ধরে স্টানম্যান হিসেবে চলচ্চিত্রে কাজ করছিলেন তিনি।
আগামী ঈদুল আজহায় ‘তাণ্ডব’ সিনেমার মুক্তির কথা রয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার অভিনেত্রী সাবিলা নূর। এ সিনেমার মাধ্যমেই তার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে।
Advertisement
এমআই/এমএমএআর/এমএমএফ এএসএম