দেশজুড়ে

সাতক্ষীরায় ৫ দিন পর জেলেদের তিন নৌকা ফেরত দিলো বিএসএফ

সাতক্ষীরায় ৫ দিন পর জেলেদের তিন নৌকা ফেরত দিলো বিএসএফ

সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির কড়া প্রতিবাদের পর ছিনিয়ে নেওয়া বাংলাদেশি জেলেদের তিনটি নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ। রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে দু’দেশের সীমান্ত নদী কালিন্দির জিরো পয়েন্টে নৌকাগুলো বাংলাদেশি জেলেদের হাতে হস্তান্তর করে বিএসএফ।

Advertisement

শুক্রবার ও শনিবার বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প কমান্ডার পর্যায়ে দু’দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কালিন্দি নদীতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবুবক্কার, বিএসএফের শমসেরনগর ক্যাম্প কমান্ডার রাহুল বার্মা ও রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ লাল্টু উপস্থিত ছিলেন।

বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার জানান, তিনটি নৌকাসহ সেখানে থাকা জাল-দোড়া, বাজারসহ যাবতীয় টাকা পয়সা ফেরত দিয়েছে বিএসএফ।

এসময় উভয় প্রতিনিধি দল আন্তঃসীমানার মধ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতসহ পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

Advertisement

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল মঙ্গলবার বিএসএফ সদস্যরা স্পিডবোট নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে সুন্দরবনের বয়ারসিং এলাকায় মাছ শিকারে ব্যস্ত জেলেদের নৌকা ছিনিয়ে নেয়। এসময় নৌকা হারিয়ে টানা দু’দিন বনের মধ্য দিয়ে পায়ে হেঁটে শ্যামনগর উপজেলার টেংরাখালী, মানিকপুর ও শৈলখালী গ্রামের আট জেলে লোকালয়ে ফিরে আসেন। বিষয়টি জানার পর বিজিবি’র পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে ঘটনাটি আপত্তি আকারে উপস্থাপন করা হয়।

আহসানুর রহমান রাজীব/এফএ/জেআইএম