রাজধানীর আফতাবনগরে ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।
Advertisement
এক আইনজীবীর করা রিটের শুনানি নিয়ে রোববার (৪ মে) হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
এদিকে কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর মেরাদিয়ায় এবার গরুর হাট বসানো যাবে না বলে গত ২৮ এপ্রিল আদেশ দিয়েছেন হাইকোর্ট।
Advertisement
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর পর আজ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানো সংক্রান্ত ইজারা বিজ্ঞপ্তির অংশবিশেষের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।
আরও পড়ুন বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসবে না: হাইকোর্টগত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সই করা এক ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়। বিজ্ঞপ্তির ৫ নম্বর কলামে অস্থায়ীভাবে কোরবানির পশুর হাটের জন্য ‘আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ সেকশন-১ ও ২-এর খালি জায়গা’ ইজারার বিষয়টি উল্লেখ রয়েছে।
পবিত্র ঈদুল আজহার দিনসহ পাঁচ দিন হাট বসার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ইজারা বিজ্ঞপ্তির ৫ নম্বর কলামের বৈধতা নিয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বুধবার (৩০ এপ্রিল) রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার ও সহকারী অ্যাটর্নি জেনারেল জে আর খান রবিন।
Advertisement
আফতাবনগরে পশুর হাট বসানো সংক্রান্ত ইজারা বিজ্ঞপ্তির অংশ বিশেষের (আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ সেকশন-১ ও ২-এর খালি জায়গা) কার্যক্রম তিন মাসের জন্য হাইকোর্ট স্থগিত করেছেন বলে জানিয়েছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ জাগো নিউজকে বলেন, রুলে ২১ এপ্রিল আহ্বান করা ইজারা বিজ্ঞপ্তির ১৪ আর্টিকেলের ৫ নম্বর কলাম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান সম্পত্তি কর্মকর্তাসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এফএইচ/বিএ/এমআইএইচএস/জেআইএম