দেশজুড়ে

চুয়াডাঙ্গায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে একজনকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে একজনকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় শলুয়া গ্রামে আরিফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় আরিফকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

Advertisement

রোববার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে বড় শলুয়া গ্রামের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আরিফ হোসেন সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড় শলুয়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

আহত আরিফের চাচাতো ভাই ওমর আলী বলেন, পাওনা টাকাকে কেন্দ্র করে স্থানীয় মনির ছেলে হাসানের সঙ্গে আরিফের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাসান ধারালো অস্ত্র দিয়ে আরিফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, আরিফের মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। তিনি শঙ্কামুক্ত নন। প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহম্মদ শহীদ তিতুমীর এ তথ্য নিশ্চিত করে বলেন, শুনেছি একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে নেওয়া হচ্ছে। এটা রাজনৈতিক ইস্যু না, ব্যক্তিগত দ্বন্দ্বে এই মারামারির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হুসাইন মালিক/এফএ/জেআইএম