আগামী ২২ এপ্রিল তৃতীয় দফায় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে বিএনপি। রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিএনপি ও ঐকমত্য কমিশনের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
Advertisement
বৈঠকের পর সালাহউদ্দিন বলেন, দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত হতে পারেনি। তবে দলের পক্ষ থেকে মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী পদে নির্বাচনের ক্ষেত্রে অপশন ফ্রি থাকা উচিত। তিনি আরও জানান, দলীয় ফোরামে আলোচনা শেষে কমিশনকে নতুন প্রস্তাবনা জানানো হবে।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সরকারতত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কীভাবে মনোনীত হবেন সে বিষয়ে বিএনপি দলের মধ্যে একমত হয়নি বলে জানান সালাহউদ্দিন। তবে বিএনপি ঐকমত্য কমিশনের সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কার্যকর কমিশন প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছে। তিনি বলেন, এটি সংবিধানে উল্লেখ না করে আইন করে প্রতিষ্ঠা করা উচিত।
তিনি আরও বলেন, জেলা কমিশন কাউন্সিল প্রতিষ্ঠার বিষয়ে বিএনপি নীতিগতভাবে একমত হয়েছে এবং এটি আইন করে করা উচিত বলে দলটির অবস্থান।
Advertisement
বিচার বিভাগ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানবিএনপির এ নেতা জানান, বিচার বিভাগের বিষয়ে আগামী ২২ এপ্রিল পূর্ণাঙ্গ আলোচনা হবে। সংবিধানের প্রায় সব বিষয়ে আলাপ শেষ হয়েছে বলেন তিনি।
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে বিএনপি মতামত দেয়, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলে এবং স্বাধীনভাবে নির্বাচন কমিশন কাজ করতে পারলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে। এতে গণতন্ত্র আরও কার্যকর হবে।
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যসালাহউদ্দিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে বলেন, ৪৮ (৩) ধারার পর নতুন বিধান যুক্ত করে রাষ্ট্রপতিকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া উচিত।
সংস্কারের পথে চার্টার স্বাক্ষরের গুরুত্বতিনি আরও বলেন, চার্টার স্বাক্ষর হলে সব পক্ষ বাধ্য থাকবে সংস্কারগুলো বাস্তবায়ন করতে।
Advertisement
কেএইচ/এমআইএইচএস