জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ মে) সন্ধ্যায় এ হামলা হয়। এ ঘটনায় রোববার রাতেই দুইজনকে আটক করেছে গাজীপুর মহানগর পুলিশ। তবে হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিভিন্ন জেলায় মশাল মিছিলসহ বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীরা।
Advertisement
গাজীপুর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি নেতাকর্মীরা। রোববার রাত আটটার দিকে বোর্ড বাজার আইইউটির সামনে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার যুগ্ম-আহ্বায়ক সানিউল আলম নাবিল বলেন, তারা (হাসনাত) যে এদিকে আসবেন, আমরা এ বিষয়ে অবগত ছিলাম না। গাজীপুরে তার কোনো পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল না। তবে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিষয়টি জানেন কি না, তা আমরা জানি না।
Advertisement
এছাড়া গাজীপুর জেলার এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত ৯টায় চন্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সভাপতি রেজাউল ইসলাম, ছাত্র সমন্বয়ক আব্দুল্লাহ আল মহিম, মহসিন, ফাহিম, মোকারিম বিল্লাহ, রোকন প্রমুখ।
বরিশাল
হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছেন এনসিপির নেতাকর্মীরা। রোববার রাতে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এনসিপির জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা এ বিক্ষোভ করেন।
বিক্ষোভে অংশগ্রহণ করা সর্বস্তরের ছাত্র ও জনতা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করেন।
Advertisement
কুমিল্লা
হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। রোববার রাত সাড়ে ৮টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্বরে এই বিক্ষোভ করা হয়। বিক্ষোভ মিছিলটি আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট স্বাধীনতা চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া
একই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া ছাত্র-জনতার ব্যানারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের পৌর মুক্তমঞ্চ থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এসময় বক্তারা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। তা না হলে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়কপথ অবরোধ করে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
নারায়ণগঞ্জ
হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার নেতাকর্মীরা। রোববার রাত সাড়ে ১০টায় শহরের কলেজ রোড এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।
এসময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ শাখার সংগঠক তানজীমুল ইসলাম, আতাউর রহমান, মোস্তফা খন্দকারসহ অনেকে।
সমাবেশে আহমেদুর রহমান তনু বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। এর সুষ্ঠু বিচার না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করবো। যদি আবারো কোনো হামলা হয়, তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।
এফএ/এএসএম