অভিন্ন পারিবারিক আইন প্রবর্তনের সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এই আইন প্রবর্তনের মাধ্যমে ধর্ম-জাতি ও শ্রেণি নির্বিশেষে সব নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত হবে বলে মনে করছেন তারা। কমিশনের আকাঙ্ক্ষা অন্তর্বর্তী সরকারের মেয়াদ থেকে ঐচ্ছিকভাবে এই অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন হবে।
Advertisement
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান ও নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হক এ সব কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে সংবিধানের মৌলিক অধিকার হিসেবে খাদ্য,বস্ত্র, বাসস্থান শিক্ষা ও স্বাস্থ্য কর্মের স্বীকৃতি দেওয়া এবং এই অধিকারগুলো ক্রমান্বয়ে বাস্তবায়নের প্রতিশ্রুতিসহ বলবৎযোগ্য করা। বেঁচে থাকার অধিকার থেকে কাউকে বঞ্চিত না করা এবং একটি স্বতন্ত্র স্থায়ী নারী বিষয়ক কমিশন প্রতিষ্ঠা করা যার নারীদের সব অধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করবে।
এমআইএইচএস/
Advertisement