চট্টগ্রামে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া আরেক আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন দাউদকান্দি লঞ্চ টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
Advertisement
তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের জনসংযোগের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জাগো নিউজকে বলেন, গ্রেফতার আনোয়ার হোসেন সীতাকুণ্ড থানার একটি মাদক মামলার আসামি। গত ৪ মার্চ তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি চট্টগ্রাম কারাগারে ছিলেন।
তিনি জানান, গত ২৯ এপ্রিল ওই মামলা সংক্রান্ত শুনানির জন্য তাকে আদালতে উপস্থিত করা হয়। শুনানি শেষে পরে চট্টগ্রাম জেলা কোর্ট হাজতখানা থেকে কারাগারে নেওয়ার সময় আনোয়ারসহ হত্যা মামলার আরেক আসামি সুকৌশলে পালিয়ে যান। পালিয়ে যাওয়া অন্য আসামি ইকবাল হোসেন ইমনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতার আনোয়ার হোসেন কোট হাজত থেকে পালিয়ে যাওয়ার পর বার বার অবস্থান পরিবর্তন করছিলেন। যে কারণে তাকে গ্রেফতারে বেগ পেতে হয়েছে। তাকে ধরতে গত ৩০ ঘণ্টায় চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় লাগাতার অভিযান চালাতে হয়েছে।
Advertisement
সর্বশেষ বুধবার দুপুর আড়াইটার দিকে তাকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন দাউদকান্দি লঞ্চ টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে।
এমডিআইএইচ/এমআইএইচএস/এএসএম