দেশজুড়ে

পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র মানুষ রুখে দেবে

পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র মানুষ রুখে দেবে

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র বাংলার মানুষ রুখে দেবে। জামায়াত ক্ষমতায় এলে পার্বত্য চট্টগ্রামের সব সমস্যা সমাধান করা হবে।

Advertisement

শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বান্দরবান বাজার মাঠে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী নির্বাচনে অর্ধেকেরও বেশি আসনে সৎ, দেশপ্রেমিক যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। তবে নির্বাচনের আগে রাষ্ট্রের ন্যূনতম অরগানগুলো সংস্কার করতে হবে। সরকারি বিভিন্ন পদে ঘাপটি মেরে মানবতাবিরোধী ফ্যাসিস্ট সরকারে দোসরদের সাফ করে জঞ্জাল মুক্ত করতে হবে।

জেলা জামায়াতের আমির এসএম আবদুস ছালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরীর আমির আলহাজ শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক জাফর সাদেক ও অধ্যাপক নুরুল আমিন, কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ নুর আহম্মদ আনোয়ারী খাগড়াছড়ি জেলার আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, রাঙ্গামাটি জেলার আমির অধ্যাপক আব্দুল আলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দিন সিকদার, বান্দরবান জেলার নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

নয়ন চক্রবর্তী/আরএইচ/জেআইএম