নারী বিষয়ক সংস্কার কমিশন আজ (শনিবার) বিকেল সাড়ে চারটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে।
Advertisement
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি শুক্রবার রাতে জানান এ তথ্য।
তিনি জানান, প্রতিবেদন জমা দেওয়ার পর বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদন সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হবে।
সংবাদ সম্মেলন হবে বিকেল সাড়ে পাঁচটায়।
Advertisement
গত ১৮ নভেম্বর নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য ও মানবাধিকারকর্মী শিরীন পারভিন হককে প্রধান করে ১০ সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে সরকার।
এমইউ/এমএইচআর/জিকেএস