বিনোদন

রেকর্ড গড়ে মুক্তি পাচ্ছে টম ক্রুজের নতুন সিনেমা

রেকর্ড গড়ে মুক্তি পাচ্ছে টম ক্রুজের নতুন সিনেমা

অবশেষে অফিসিয়ালি ঘোষণা এলো ‘মিশন ইম্পসিবল : দ্য ফাইনাল রিকনিং’ হতে যাচ্ছে গোটা ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে দীর্ঘ সময়ের সিনেমা। এই অ্যাকশন-থ্রিলারটি যুক্তরাজ্যে ২১ মে এবং যুক্তরাষ্ট্রে ২৩ মে মুক্তি পাচ্ছে। এটি আগের কিস্তি ‘মিশন ইম্পসিবল : ডেড রিকনিং’-এর সরাসরি সিক্যুয়েল।

Advertisement

নতুন ছবিটির দৈর্ঘ্য নির্ধারিত হয়েছে ২ ঘণ্টা ৪৯ মিনিট। যা আগের রেকর্ডধারী ‘ডেড রিকনিং’-এর তুলনায় ৬ মিনিট বেশি।

এ ছবিটি দিয়ে টম ক্রুজ আবারও পর্দায় ফিরছেন এথান হান্ট চরিত্রে। তার সঙ্গে থাকছেন অ্যাঞ্জেলা বাসেট (এরিকা স্লোন), হেইলি অ্যাটওয়েল (গ্রেস), ইসাই মোরালেস (গ্যাব্রিয়েল), পম ক্লেমেন্টিয়েফ (প্যারিস), ভেনেসা কার্বি (আলানা), ভিং রেমস (লুথার স্টিকেল) এবং সায়মন পেগ (বেনজি ডান)।

নতুন মুখের তালিকায় আছেন হান্না ওয়াডিংহ্যাম, ক্যাটি ও'ব্রায়ান, জ্যানেট ম্যাকটিয়ের, লুসি তুলুগারজুক এবং ট্রামেল টিলম্যান।

Advertisement

যদিও শোনা যাচ্ছিল, এই কিস্তিই হতে পারে টম ক্রুজের এথান হান্ট চরিত্রে শেষ অভিযান। কিন্তু পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি সে ধারণা নাকচ করে দেন। ২০২৩ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমরা এখনো ছবির শুটিং করছি। গল্প যেকোনো দিকেই মোড় নিতে পারে। ‘মিশন ইম্পসিবল’ সিনেমার মতো এর নির্মাণও এক ধরনের মিশন। একটা পরিকল্পনা থাকে, সেটা বদলে যায়। সব ওলট-পালট হয়ে যায় কিন্তু শেষটা যেন ঠিকঠাক হয়—এই প্রার্থনা নিয়েই আমরা কাজ করি।’

চূড়ান্ত অভিযানকে ঘিরে টানটান উত্তেজনা ও রেকর্ড ভাঙা এই ছবির জন্য অপেক্ষা করছে গোটা বিশ্বের দর্শক।

এলআইএ/এএসএম

Advertisement