তিন দিন অতিবাহিত হলেও এখনো খোঁজ মেলেনি খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
Advertisement
এদিকে তাদেরকে উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর থেকে খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর, পানখাইয়া পাড়া, চাবাই সড়ক নোয়াপাড়া এলাকায় যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, অপহৃতদের উদ্ধারে চেষ্টা চলছে। খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে তল্লাশি চৌকি বসানো হয়েছে। এছাড়াও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অপহৃতদের শনাক্ত করে উদ্ধারের চেষ্টা করছি।
তবে পাঁচ শিক্ষার্থী অপহরণের ঘটনায় এখনো কোনো মামলা না হওয়ার কথা জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।
Advertisement
এদিকে সন্তানদের অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। দিব্যি চাকমার মা ভারতী চাকমা বুধবার সন্তানদের মুক্তি চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। যা এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পোস্টে তিনি লেখেন, ‘প্লিজ কারোর মায়ের বুক খালি না করে, দোষ থাকলে, অন্যায় করলে শাস্তি দিন। তবুও সন্তান হারানোর বেদনা যেন কারো বুকে না লাগে। আমি হাতজোড় করছি, ফিরিয়ে দেন আমাদের সন্তানদের।’
এ ঘটনায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করছেন জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপুন ত্রিপুরা।
তিনি বলেন, বুধবার ভোরে পিসিপি চবি শাখার সদস্য রিশন চাকমা ও তার চার বন্ধুকে জোর করে তুলে নেওয়া হয়। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই। সেইসঙ্গে তাদেরকে সুস্থ অবস্থায় মুক্তি দেওয়ারও দাবি জানাচ্ছি।
Advertisement
তবে অপহরণের অভিযোগ অস্বীকার করেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা। তিনি বলেন, এ ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এই ধরনের প্রতিহিংসা পরায়ণ রাজনীতি নয়, আমরা সবসময় ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের পক্ষে।
বুধবার (১৬ এপ্রিল) সকালের দিকে বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে জেলা সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ পাঁচ শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি চবির শাখা সদস্য রিশন চাকমা ও তার চার বন্ধু বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এফএ/জিকেএস