সাহিত্য

জমির হোসেনের তিনটি কবিতা

জমির হোসেনের তিনটি কবিতা

উতলা মন

Advertisement

নীল আকাশ লাল প্রজাতিমেঘ উড়ে ঘোরে পৃথিবীজুড়ে।

তোমায় নিয়ে স্বপ্ন মেঘে ভাসবোসাগরে হাঁটবো।

সপ্তম আকাশে যাবো একদিনরোদ হাসবে মিটিমিটি বাতাসে মন যাবে দূরে।

Advertisement

ভালোবাসার দাফন

নিষ্পাপ হৃদয়ে পেরেক ঠুকে নিশ্চয়ই অমৃতের স্বাদ পাওনিহাসিঠাট্টা কত স্মৃতি পথের পানে।

আবেগ আর বিবেকের লড়াইয়েঅশ্রুসিক্ত মন নিজের অজান্তে ক্লান্ত

বোঝাবার কোনো শব্দ নেইভাবছো অন্যের মনে কুড়াল ঠুকে নিজ জগতে সুখী হবে।

Advertisement

আমি বেহায়া

বিশে ধরেছে সততায়কালসাপ ঠুকলেই বা-কি! নিশ্চিত মরনের সুরাপান করেছি সেই কবেমৃত্যুকে তাই আলিঙ্গন করি বারংবার।

তিন ইঞ্চি পেটক্ষুধা এত বেশি পৃথিবী চাবাইনির্লজ্জ বেহায়া নিত্যসঙ্গী আজহরহামেশা দিবালোকে ঘুরেমানুষ যা-ই বলে লজ্জায় যায় না কান কাটা।

এমআরএম/এএসএম