ক্ষতিকর যে কোনো পশু, পাখি ও পোকামাকড় মেরে ফেলা ইসলামে জায়েজ। এমনকি হারাম শরিফের ভেতরেও ক্ষতিকর প্রাণী মারা যায়। আয়েশা (রা.) থেকে বর্ণিত। নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, পাঁচটি অনিষ্টকর প্রাণী আছে যা হারামের বাইরে ও ভেতরে হত্যা করা জায়েজ; সাপ, বুকে বা পিঠে সাদা চিহ্নযুক্ত কাক, ইঁদুর, হিংস্র কুকুর ও চিল। (সুনানে ইবনে মাজাহ: ৩০৮৭)
Advertisement
ফকিহরা বলেন, যেসব পশু, পাখি বা পোকামাকড় হাদিসে উল্লিখিত প্রাণীগুলোর মতো ক্ষতিকর, যেসব প্রাণীর স্বভাবই হলো কষ্ট দেওয়া, এ রকম সব প্রাণী মারার বৈধতা উল্লিখিত হাদিস থেকে বোঝা যায়।
তাই ক্ষতিকর পোকামাকড় যেমন ছারপোকা, পিঁপড়া, তেলাপোকা, মশা, মাছি ইত্যাদি মেরে ফেলা জায়েজ। তবে এগুলোকে আগুনে পুড়িয়ে মারা সাধারণত নাজায়েজ। হাদিসে নবিজি (সা.) কোনো প্রাণীকে আগুনে পুড়িয়ে মারতে বা শাস্তি দিতে নিষেধ করেছেন।
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, কোনো এক সফরে আমরা আল্লাহর রাসুলের (সা.) সঙ্গী ছিলাম। তিনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য যান। আমরা সেখানে একটা চড়ুই পাখি দেখতে পাই, যার সাথে দুটি বাচ্চা ছিল। আমরা চড়ুই পাখির বাচ্চা দুটিকে ধরে ফেলি, ফলে মা পাখিটি আমাদের মাথার ওপর ডানা মেলে উড়তে থাকে। মা পাখিটির অস্থিরতা দেখে নবিজি (সা.) বলেন, এ চড়ুই পাখির বাচ্চা নিয়ে কে একে কষ্ট দিয়েছে? এর বাচ্চাগুলো তোমরা ফিরিয়ে দাও। এরপর তিনি পিঁপড়ার সেই গর্ত দেখলেন, যা আমরা পুড়িয়ে দিয়েছিলাম। তখন তিনি জিজ্ঞাসা করলেন, কে এটি পুড়িয়েছে? আমরা বললাম, আমরা পুড়িয়েছি। তখন তিনি বললেন, আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়া শুধু আগুনের রব ছাড়া আর কারো জন্য সমীচীন নয়। (সুনানে আবু দাউদ: ২৬৭৫)
Advertisement
আরেকটি হাদিসে নবিজি (সা.) কোনো প্রাণীকে হত্যা করার প্রয়োজন পড়লেও যথাসম্ভব কম কষ্ট দিয়ে হত্যা করতে বলেছেন। শাদ্দাদ ইবনে আওস (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে উত্তম আচরণ আবশ্যক করেছেন। কাজেই আপনারা যখন (কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষ বা ক্ষতিকর প্রাণীকে) হত্যা করেন, তখন উত্তমভাবে হত্যা করুন। আর যখন পশু জবাই করেন, তখন তা ভালোভাবে করুন—ছুরি ধার দিয়ে নিন এবং পশুটিকে দ্রুত নিস্কৃতি দিন। (সহিহ মুসলিম)
তাই যে কোনো ক্ষতিকর ও কষ্টদায়ক পোকামাকড় মেরে ফেলতে হলে আগুন, গরম পানি ব্যবহার করা সমীচীন নয় যদি অন্য কোনো উপায়ে সেগুলো থেকে নিস্কৃতি পাওয়া সম্ভব হয়। কিন্তু যদি অন্য কোনোভাবেই এগুলো মারা বা তাড়ানো সম্ভব না হয়, তাহলে প্রয়োজনে আগুন বা গরম পানি ব্যবহার করাও জায়েজ।
ছারপোকার অনিষ্ট থেকে বাঁচতে গরম পানি ব্যবহারই একমাত্র উপায় হলে গরম পানি ব্যবহার করা জায়েজ।
ওএফএফ/জিকেএস
Advertisement