খেলাধুলা

আর্জেন্টাইন কোচকে বরখাস্ত করলো ব্রাজিলিয়ান ক্লাব

আর্জেন্টাইন কোচকে বরখাস্ত করলো ব্রাজিলিয়ান ক্লাব

আর্জেন্টাইন কোচ রামন দিয়াজকে বরখাস্ত করেছে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানস। ২০২৫ সালের শুরুতে হতাশাজনক পারফরম্যান্সের কারণে দিয়াজকে বরখাস্ত করে সাও পাওলো ভিত্তিক ক্লাবটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে করিন্থিয়ানস।

Advertisement

চলতি মৌসুমে ঘরোয়া সর্বোচ্চ পর্যায়ের ক্লাব প্রতিযোগিতা ব্রাজিলিয়ান সিরিআ-তে ৪ ম্যাচে মাত্র চার পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। টেবিলে তাদের অবস্থান ১৪তম।

দিয়াজ গেল মার্চের শেষদিকে পাওলিস্তা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতিয়েছিলেন করিন্থিয়ানসকে। কিন্তু ব্রাজিলের শীর্ষ লিগে বাজে শুরুর কারণে কঠিন পরিণতি ভোগ করতে হলো দিয়াজকে।

সর্বশেষ গত বুধবার ফ্লুমিনেন্সের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় দিয়াজের শিষ্যরা। এরপরই অবাক করে দেওয়া সিদ্ধান্ত নিলো করিন্থিয়ানস।

Advertisement

কোপা সুদামেরিকানায় খারাপ পারফরম্যান্সও দিয়াজকে ছাঁটাইয়ের পেছনে একটি বড় কারণ ছিল।

করিন্থিয়ানস এক বিবৃতিতে বলেছে, ‘স্পোর্ট ক্লাব করিন্থিয়ানস পাওলিস্তা ঘোষণা করেছে, রামন দিয়াজকে দলের প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্লাবের পরিচালনা পর্ষদ তার ক্লাবের প্রতি অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাচ্ছে।’

৬৫ বছর বয়সী এই কোচ গত বছরের জুলাইয়ে করিন্থিয়ানসে যোগ দেন এবং তার প্রথম মৌসুমেই দলকে অবনমন থেকে রক্ষা করেন ও ২০২৫ পাওলিস্তা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে সাহায্য করেন।

করিন্থিয়ানসের অনূর্ধ্ব-২০ দলের কোচ অরলান্ডো রিবেইরো আজ শুক্রবার সিনিয়র দলের অনুশীলন পরিচালনা করবেন বলে জানিয়েছে ক্লাবটি। এখন পর্যন্ত অন্য কোনো কোচের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলেও জানায় তারা।

Advertisement

এমএইচ/এমএস