রাজধানীর বড় মগবাজার এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে মৌমিতা পাল (২৩) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। প্রেমিকের সঙ্গে অভিমান করে মৌমিতা গলায় ফাঁস দিয়েছেন বলে জানিয়েছেন তার বোন।
Advertisement
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থীর বোন মৃদুলা পাল জানান, শহীদ আনোয়ারা কলেজের শিক্ষার্থী ছিলেন মৌমিতা। বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাইনিজ ভাষার ওপর কোর্স করছেন। ব্যবসায়িক কাজে চীনে গেছেন তার বাবা, মা বেঁচে নেই। তারা দুই বোন বাবার সঙ্গে থাকতেন।
তিনি জানান, চট্টগ্রামের একটি ছেলের সঙ্গে তার বোনের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকের ওপর অভিমান করে তার নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেন ওই শিক্ষার্থী। পরে রুমে গিয়ে অনেক ডাকাডাকির পর দরজা না খুললে ম্যানেজারকে খবর দেওয়া হয়। দরজা ভেঙে ভেতরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায় তাকে।
Advertisement
মৃদুলা পাল আরও জানান, তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা উত্তর রাউজান এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এসএনআর/এমএস
Advertisement