ভোলায় এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে আকলিমা বেগম (২৭) নামে এক ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের দাখিল পরীক্ষার কেন্দ্র থেকে তাকে আটক করেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মো. শাহে আলম।
আকলিমা বেগম লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের বাসিন্দা ও সাব রেজিস্টার অফিসের দলিল লেখক সিরাজ পাওয়ারীর স্ত্রী।
আকলিমা ওই কেন্দ্রের মুক্তা বেগম নামে এক শিক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে এসে আটক হন।
Advertisement
অপরদিক একই পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা ও বিনা অনুমতিতে কেন্দ্রে প্রবেশের দায়ে ছয় শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। এদের মধ্যে পাঁচজন এক বছরের জন্য ও একজন তিন বছরের জন্য যে কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।
এছাড়া লালমোহনের গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অসাদুপায় অবলম্বনে দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ জানান, প্রক্সি দিতে এসে একজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলা ও বিনা অনুমতিতে কেন্দ্রে প্রবেশ করায় ছয় শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/জেআইএম
Advertisement