জাতীয়

হজযাত্রীদের ছবি-তথ্যের ভুল সংশোধনে সহযোগিতা চেয়ে পররাষ্ট্রে চিঠি

হজযাত্রীদের ছবি-তথ্যের ভুল সংশোধনে সহযোগিতা চেয়ে পররাষ্ট্রে চিঠি

হজযাত্রীদের ছবি ও তথ্যগত ভুল সংশোধনে সৌদি দূতাবাসকে অনুরোধ জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

Advertisement

বৃহস্পতিবার (৮ মে) এ সহযোগিতা চেয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, এবার বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজের উদ্দেশ্যে সৌদি আরব গমন করবেন। এরই মধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্ন হয়েছে। তবে ভিসার আবেদন দাখিলের সময় অসাবধানতাবশত কিছু সংখ্যক এজেন্সির হজযাত্রীর ছবি ভুল আপলোড হয়েছে, কারো কারো নামের বানান ভুল হয়েছে। এসব করণিক ত্রুটি সংশোধনে সৌদির নুসুক মাসার প্ল্যাটফর্মে (Nusuk Masar Platform) যোগাযোগ করা হলে সিস্টেম থেকে ঢাকার সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ বিষয়ে সৌদি দূতাবাসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হলে হজযাত্রীদের সমস্যার সহজে সমাধান হবে।

এ অবস্থায়, ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীদের ছবি ও নামের বানান ভুলসহ করণিক ভুল সংশোধনের জন্য ঢাকার সৌদি দূতাবাসকে অনুরোধ জানানোর জন্য পররাষ্ট্র সচিবকে অনুরোধ জানানো হয় চিঠিতে।

Advertisement

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে। এরই মধ্যে ৯০টি হজ ফ্লাইটে ৩৬ হাজার ৪০৩ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।

আরএমএম/এমএএইচ/এএসএম