নারী বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ। অবশেষে তাদের জয়রথ থামালো ওয়েস্ট ইন্ডিজ। লাহোরে দুর্দান্ত লড়াইয়ের পর ক্যারিবীয়দের কাছে ৩ উইকেটে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
Advertisement
যদিও এই হারের পরও শীর্ষস্থান অক্ষুণ্ন রয়েছে বাংলাদেশের মেয়েদের। ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট তাদের। পাকিস্তানের পয়েন্ট সমান হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশই এক নম্বরে।
লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল বাংলাদেশ। ফারজানা হক আর শারমিন আক্তারের ব্যাটে চড়ে ৯ উইকেটে ২২৭ রানের লড়াকু সংগ্রহই দাঁড় করায় টাইগ্রেসরা।
ফারজানা ৭৮ বলে ৪২ আর শারমিন ৭৯ বলে ১০ বাউন্ডারিতে ৬৭ রানের ইনিংস খেলেন। শেষদিকে নাহিদা আক্তার ৩৯ বলে ২৫ আর রাবেয়া খান ২০ বলে করেন অপরাজিত ২৩ রান।
Advertisement
ওয়েস্ট ইন্ডিজের আলিয়া আলেনে ৩৯ রানের বিনিময়ে নেন ৪টি উইকেট।
জবাবে ৩০তম ওভারে ৩ উইকেটে ১৪০ রান তুলে সহজ জয়ের পথেই ছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। মারুফা আক্তার টানা দুই ওভারে দুই শিকার করেন। দুইশর আগে (১৯৭ রানে) ৬ উইকেট নিয়ে জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ।
কিন্তু শেষ রক্ষা হয়নি। চিনেলে হেনরি ৪৮ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে ম্যাচ বের করে নিয়ে আসেন। এছাড়া স্টেফানি টেলর ৩৬ আর অধিনায়ক হেলে ম্যাথিউস করেন ৩৩ রান।
বাংলাদেশের মারুফা আক্তার দুটি, জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন ও রিতু মনি নেন একটি করে উইকেট।
Advertisement
এমএমআর/জেআইএম