জাতীয়

গড়িমসি বন্ধ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন

গড়িমসি বন্ধ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন

বিগত ১৫ বছর নাটক মঞ্চস্থ করে শত শত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ ও সাবেক সরকারপ্রধান শেখ হাসিনা। জঙ্গি নাটক সাজিয়ে নিরীহ ছাত্রদের ধরে ধরে ক্রসফায়ার দেওয়া হয়েছে। দুঃশাসনের প্রতিবাদ করলেই গুম করা হতো। জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজারের বেশি নিরস্ত্র-নিরীহ ছাত্র-জনতাকে হত্যা করেছে হাসিনা। এ ঘটনার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।

Advertisement

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার (৯ মে) রাজধানীর শাহবাগে বিভিন্ন দলের অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান জুলাই শহীদ ইব্রাহিমের বাবা মো. আজিমউদ্দিন। এসময় তার দাবির সঙ্গে একমত পোষণ করে নানা স্লোগান দিতে থাকেন উপস্থিত ছাত্র-জনতা।

আজিমউদ্দিন বলেন, আমার সন্তান সাংস্কৃতিক মনা ছিল। অত্যন্ত মেধাবী শিক্ষার্থী হিসেবে আমাকে গর্বিত করতো। দেশবিরোধী কোনো চক্রান্ত হলে প্রতিবাদ করতো। এটাই খুনি হাসিনার চক্ষুশূল হলো। তাকে ধরে নিয়ে শহীদ করা হয়। আমি এ আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, খুনি হাসিনার ফাঁসি চাই।

উত্তরা থেকে আসা শহীদ পরিবারের সদস্য আনিসুজ্জামান বলেন, আমার ভাই রক্ত দিয়েছে ফ্যাসিস্টের বিদায়ের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য। তার রক্তের দাগ এখনো শুকায়নি এর মধ্যে আওয়ামী লীগ মিছিল করে। এটা দেখে আমাদের রক্তক্ষরণ হয়। আমরা বলতে চাই আর কোনো গড়িমসি চলবে অতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জুলাই দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা করলো এরপরও কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও তাদের সহযোগী প্রতিটি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।

Advertisement

এদিন মাগরিবের নামাজের পর স্লোগানে উত্তাল শাহবাগ। আন্দোলনে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। শাহবাগ মোড় দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন পার হচ্ছে।

উত্তাল শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন- ‘ব্যান করো, ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘একটা একটা লীগ লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘বাহ ইন্টেরিয়াম চমৎকার, খুনিদের পাহারাদার’ ‘লীগ ধর, জেলে ভর’ ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘খুনি লীগের ঠিকানা এ বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী।’

ইএআর/এমএএইচ/এএসএম

Advertisement