পাকিস্তানের সঙ্গে সংঘাতময় পরিস্থিতির মধ্যে ভারত তাদের সব বন্দর, শিপিং টার্মিনাল ও শিপইয়ার্ডগুলোকে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
Advertisement
মঙ্গলবার (৬ মে) দিনগত রাতে রাতে পাকিস্তানের সীমান্ত এলাকায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। সংঘাতময় পরিস্থিতিতে ভারত তাদের উত্তরাঞ্চলের ২৪টি বিমানবন্দরে বেসামরিক উড়োজাহাজ চলাচল স্থগিত করে। এরপর শুক্রবার (৯ মে) সব বন্দর ও টার্মিনালে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ জারি করা হলো।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন জানিয়েছে, জাতীয় সামুদ্রিক নিরাপত্তার স্বার্থে এই নির্দেশ জারি করা হয়েছে। এটিকে সর্বোচ্চ অগ্রাধিকারের সঙ্গে বিবেচনা করা উচিত। এই নির্দেশনা কঠোরভাবে মানা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে ও এর লঙ্ঘনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে।
ভারত সরকারের নির্দেশনায় বলা হয়েছে, চলমান সংঘাতময় পরিস্থিতিতে ভারতীয় উপকূল, বন্দর, টার্মিনাল ও জাহাজের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কা বেড়েছে। তাই নিরাপত্তা বাড়ানো প্রয়োজন।
Advertisement
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুক হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। এরপরও ভারত মঙ্গলবার দিনগত রাতে পাকিস্তানের সীমান্ত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে এখন পর্যন্ত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে ভারতের হামলার পরপরই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর বেশ কয়েকটি জেলায় শুক্রবারও (৯ মে) গোলাগুলি হয়েছে।
সূত্র: রয়টার্স, বিবিসি
এসএএইচ
Advertisement