দেশজুড়ে

সুন্দরবনে পুশইন করা ব্যক্তিদের কাছে ওষুধ-খাবার নিয়ে কোস্টগার্ড

সুন্দরবনে পুশইন করা ব্যক্তিদের কাছে ওষুধ-খাবার নিয়ে কোস্টগার্ড

সুন্দরবনের মান্দারবাড়ীয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন করা ব্যক্তিদের কাছে পৌঁছেছেন কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। তাদের ওষুধ ও খাবার সরবরাহ করা হয়েছে।

Advertisement

জানা যায়, শুক্রবার (৯ মে) মান্দারবাড়ীয়া চরে ৭৮ জনকে পুশইন করে বিএসএফ। খবর পেয়ে সেখানে রওয়ানা করে কোস্টগার্ড। পুশইন করা ব্যক্তিদের নাম-পরিচয় ও কতজন বাংলাদেশি বা ভারতীয় তা শনাক্তে কাজ করছে কোস্টগার্ড।

উপকূল অঞ্চলের কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) জোনাল কমান্ডার মেহেদী হাসান জানান, মান্দারবাড়ীয়ায় পুশইনের খবর পাওয়ার পর শুক্রবার (৯ মে) সন্ধ্যায় ঘটনাস্থলের উদ্দেশ্যে কোস্টগার্ডের একটি জাহাজ ও একটি হাই স্পিডবোট পাঠানো হয়। সেখানকার ক্যানেলে পানি কম থাকায় জাহাজটি ঘটনাস্থলে যেতে বাধাগ্রস্ত হলে পরে সমুদ্র পথ ঘুরে জাহাজটি ঘটনাস্থলের পথে রয়েছে। হাইস্পিড বোট ওষুধ ও খাবার নিয়ে শনিবার দুপুর পৌনে ১২টায় ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরও জানান, কোস্টগার্ড ১০০ কেজি শুকনো খাবার, পানি ও ওষুধ নিয়ে যায় পুশইন করা ব্যক্তিদের জন্য। শনিবার (১০ মে) দুপুরে তাদের খাবার দিয়েছে। রাতেও খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর যাতে পুশইনের ঘটনা না ঘটে সেজন্য কোস্টগার্ড সতর্ক নজরদারিসহ কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Advertisement

আবু হোসাইন সুমন/এমএন/জিকেএস