ঢাকায় আজ বুধবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে নগর জীবনে স্বস্তি ফিরলেও হঠাৎ টানা ৩ ঘণ্টার বৃষ্টি ভুগিয়েছে নগরবাসীকে। চলতি বছরের এপ্রিল মাসে ঢাকায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
Advertisement
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকালও সারাদেশে বৃষ্টি হতে পারে। তবে সেটা কোথাও কম কোথাও বেশি।
বুধবার সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, আগামীকালও রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটা থেমে থেমে হতে পারে।
আরও পড়ুন রাত ১টার মধ্যে ঢাকাসহ ৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড় হতে পারেএছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টি হতে পারে। এ অবস্থায় দেশের নদীবন্দরসমূহে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
Advertisement
এদিকে গত চৈত্র মাস থেকেই দেশে কালবৈশাখি ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিপাত আগামী ২০ তারিখ পর্যন্ত অব্যাহত পারে। এসময় দেশের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। ২০ এপ্রিলের পর থেকে দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আরএএস/এমআইএইচএস/জিকেএস